Notice        বিশ্ব শিক্ষক দিবস-2024 উদযাপনের নোটিশ        Exam Routine of Pretest        2024-2025 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অনলাইনের মাধ্যমে ভর্তির সময়সীমা আগামি 05/08/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।        HSC Admission Link        Admission Notice (Session 2024-25)        একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-2024 এর রুটিন (সংশোধিত)        

মোঃ আব্দুল মান্নান খান

প্রিন্সিপ্যাল

পাবনা সরকার কতৃক পরিচালিত পাবনা সরকারি কলেজ, সমগ্র পাবনা অঞ্চলের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছ । সন্তান জন্মদান করেন মা-বাবা , পালন ও করেন তারাই । সন্তান সাধারণত পরিবার সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান হতে জ্ঞান আহরণ করে । নৈতিক ও মানবিক চরিত্র গঠনে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ামকের ভূমিকা পালন করে । পাবনা সরকারি কলেজ শিক্ষার্থীদের জ্ঞান অর্জন , তাদের চারিত্রিক বিকাশ সাধন ও আদর্শ ব্যক্তিত্ব রূপে গড়ে তোলার ক্ষেত্রকে উর্বর করার মাধ্যমে যেমন সুনাগরিক ও সামাজিক মানুষে পরিণত করে তেমনি তাদের উচ্চতর শিক্ষা গ্রহণের ভিত্তিও মজবুত করে দেয়। মূলত এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে উজ্জীবিত করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে। শিক্ষার্থীদের মেধা ঘটিয়ে তাদের কাঙ্ক্ষিত সাফল্যের স্বর্ণ চূড়ায় পৌঁছানোর পথে তীক্ষ্ণ মেধাসম্পন্ন শিক্ষকবৃন্দ সকল শুভানুধ্যায়ী সার্থকভাবে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন ।


আমি এই কলেজের অভূতপূর্ব সাফল্য কামনা করছি ।..

যোগাযোগ