Half Yearly Exam Notice-2024        Notice        বিশ্ব শিক্ষক দিবস-2024 উদযাপনের নোটিশ        Exam Routine of Pretest        2024-2025 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অনলাইনের মাধ্যমে ভর্তির সময়সীমা আগামি 05/08/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।        HSC Admission Link        Admission Notice (Session 2024-25)        

আমাদের কথা

আমাদের কথা


পাবনা সরকারি কলেজ, পাবনা (পূর্ব নাম গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট,পাবনা। )
প্রতিষ্ঠান লগ্ন থেকেই সাধনা ও বিদ্যার্জনের মহতি প্রয়াস নির্ভরযোগ্যতার প্রমাণ রেখেছে। অত্ত শিক্ষায়তন সুদীর্ঘ ৫৫ বছরের কাল পরিক্রমায় অত্র প্রতিষ্ঠানের এতদঅঞ্চলে উচ্চমাধ্যমিক শিক্ষাই অসামান্য অবদান রেখেছে। এখানকার শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দুই বছর মেয়াদী ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ আইবিএস নামে একটি কর্মমুখী শিক্ষা কোর্স পরিচালিত হচ্ছিল ২০১৬ সালে এক সরকারী প্রজ্ঞাপনের মাধ্যমে কলেজটি পাবনা সরকারি কলেজ নামকরণ করা হয়।
বর্তমানে কলেজটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অধীনে বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে প্রায় ১৫০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে ।সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা সামাজিক ও স্বেচ্ছাসেবক মূলক কর্মকাণ্ডে কলেজের যথেষ্ট সুনাম রয়েছে। সহশিক্ষা ও স্বেচ্ছাসেবা মূলক কর্মকান্ড পরিচালনার জন্য আছে বিএনসিসি রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট। বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে প্রতিষ্ঠান শিক্ষার্থীরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ হয়ে দেশের মানবসম্পদ উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষক-শিক্ষার্থীর কাছে ইন্টারনেট সুবিধা সহজলভ্য করার জন্য ইতিমধ্যে কলেজ এরিয়া WiFi আওতায় আনা হয়েছে। বিসিএস ক্যাডারদের কর্ম প্রচেষ্টায় যুগোপযোগী মানসম্মত শিক্ষা দানের মাধ্যমে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের দেশ প্রেম, জ্ঞানের আলো, লব্ধ জ্ঞান, সৃজনশীল দৃষ্টিভঙ্গি, চরিত্রবান ব্যক্তিত্বের বিকাশ, শ্রেণী ভিত্তিক পাঠদান, সৎ, সুযোগ্য, সাহসী ও লুকায়িত চেতনার উন্মেষ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় আমাদের মৌলিক কাজ। শহরের প্রানকেন্দ্রে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে উন্নিত করণে আমাদের প্রচেষ্টা অব্যাহত। সময়ের বিবর্তন ও যুগের চাহিদা মোতাবেক শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।

শিক্ষক - কর্মচারী সংক্রান্ত তথ্য

অনুমোদন সংক্রান্ত তথ্য

Contacts